বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

দলিল লেখকদের দলাদলিতে রেজিস্ট্রি অফিস বন্ধ

ঝিনাইদহ সাব-রেজিস্ট্রি অফিস যেন দুর্নীতির আখড়া। দলিল লেখক সমিতির নামে সিন্ডিকেট গঠন করে সাধারণ মানুষের কাছে থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এই টাকা ভাগাভাগি নিয়ে দুটি গ্রুপ এখন মুখোমুখি। গতকাল থেকে চাঁদা দাবিতে একটি গ্রুপ রেজিস্ট্রি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঝিনাইদহ সাব রেজিস্ট্রি অফিসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যারা জমি কেনা-বেচা করতে আসেন তাদের সরকারি ফি ও দলিল লেখকদের পারিশ্রমিক ছাড়া কোনো খরচ নেই। কিন্তু দেখা যায়, শতকপ্রতি দলিল লেখক সমিতি জোর করে সাধারণ মানুষের কাছ থেকে ১০-১৫ হাজার টাকা অতিরিক্ত আদয় করছে। এটি অন্যায় ও শাস্তিযোগ্য অপরাধ।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর উপজেলা সাব-রেজিস্ট্রার আবুল বাশারের কাছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

সর্বশেষ খবর