দিলি্লর প্রেসক্লাবের লেডিজ টয়লেট। মঙ্গলবার সকাল থেকেই টয়লেটের সামনে অপেক্ষার লাইন। শেষে যখন দরজা খুলল, বেরিয়ে এলেন এক পুরুষ। তিনি আর কেউ নন, দিল্লির আইনমন্ত্রী সোমনাথ ভারতী। গতকাল সকালের এ ঘটনায় দিল্লির রাজপথ থেকে অলিগলি পর্যন্ত হৈচৈ পড়ে গেছে। সোমবার রাত থেকেই রাজপথে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে প্রতিবাদে শামিল হয়েছেন সোমনাথ ভারতীও। তাদের অনেক দাবির মধ্যে অন্যতম দিল্লিতে বাড়াতে হবে 'পাবলিক টয়লেট'। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে ভারতী বলেন, 'ধরনামঞ্চের কর্মী-সমর্থকরা যাতে শৌচালয়ে যেতে না পারেন সেই কারণে আশপাশের শৌচালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে।' তাহলে কি সেই প্রতিবাদের অঙ্গ হিসেবেই রাত কাটিয়ে সকাল হতেই মহিলাদের শৌচাগার ব্যবহার? এ প্রশ্ন করেছিলেন ধরনা মঞ্চ কভার করতে যাওয়া মহিলা সাংবাদিকরা কিন্তু কোনো উত্তর দেননি সোমনাথ।