সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাওয়া শান্তি আলোচনায় ইরানকে 'না' বলেছে জাতিসংঘ। অথচ সংগঠনটি নিজেই দেশটিকে ওই আলোচনায় যেতে আমন্ত্রণ জানিয়েছিল।
এবারের শান্তি আলোচনায় প্রাধান্য পাবে সিরিয়া ইস্যু। আর তাতে যোগ দেবে সিরিয়া সরকার, বিদ্রোহী দল ও পশ্চিমা কূটনীতিকগণ। তবে ইরানকে আমন্ত্রণ জানানোয় বাধ সাধে সিরিয়ার বিদ্রোহী দল। আর তাই তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে অবশেষে ইরানকে 'না' বলতে হলো জাতিসংঘের। বিবিসি।