গত দুই বছরে ৩য় বারের মতো মেয়াদোত্তীর্ণ নেত্রকোনা-কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই এলাকার ঝুঁকিপূর্ণ আশারানী বেইলি সেতুটি গতকাল শুক্রবার ভোড়ে ট্রাকসহ নদীতে ভেঙে পড়েছে। এতে কলমাকান্দা থেকে ঠাকুরাকোনা ও নেত্রকোনার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে সড়ক বিভাগের প্রকৌশলী মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেতুটি মেরামত করতে ১৫ থেকে ২০ দিন লাগতে পারে। কারণ সেতুটি একেবারে বিধ্বস্ত হওয়ায় এটি পুনরায় টেন্ডার দিয়ে আরসিসি সেতু করার ব্যাপারে উর্ধ্বতন কর্তপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।