কচুকাটা করা (কেটে টুকরো টুকরো করা)-একা সে শত্রুসৈন্যকে কচুকাটা করে ফিরে এলো।
কটু কাটব্য (তিরস্কার/গালাগালি)- রেগে গিয়ে ওকে অযথা অনেক কটু কাটব্য করে ফেলেছি।
কলজের জোর (অত্যধিক সাহস/বুকের পাটা)_ এই গভীর রাতে একা এতটা পথ যাওয়া? তার কলজের জোর আছে বলতে হবে।
-শিক্ষা ডেস্ক