সিরাজগঞ্জ শহরের আমলাপাড়া মহল্লার হতদরিদ্র নজরুল ইসলামের মেয়ে ও ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী সিথী খাতুন এবং একই উপজেলার বাগবাটি ইউনিয়নের হাসনাপাড়ার আবু তাহেরের মেয়ে ও ৫ম শ্রেণীর ছাত্রী তাসমিনা খাতুনের বিয়ে বন্ধ করে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাহ্ উদ্দিন। এই দুটি পরিবারকে বাল্য বিয়ে আয়োজন করায় সতর্ক করা হয়েছে। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাল্য বিয়ের অনুষ্ঠানে অভিযান চালিয়ে কনের বাবা নেজাম উদ্দীন (৫৫) ও বরের চাচা ইসরাফিলকে (৫০) ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সাজা প্রদান করেন আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান। শুক্রবার দুপুরে সাজা প্রাপ্তদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর দিকে একই দিন সন্ধ্যায় বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর বিয়ে বন্ধ করছেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মবর্তা সাবেত আলী।