আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে বন্ধু প্রতিদিন ও সিদ্ধিরগঞ্জ স্বেচ্ছাসেবক যুব সংঘের যৌথ উদ্যোগে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। উত্তর আজিবপুর স্কুল মাঠে অনুষ্ঠিত এ সভায় মো. রুবেল চাঁন বেপারির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। প্রধান আলোচক ছিলেন রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক তরিকুল ইসলাম নয়ন, বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন, মামুনুর রশীদ, আবদুর রাজ্জাক মুন্সী, ফজলুর রহমান। * বন্ধু প্রতিদিন ডেস্ক