মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে ট্রাক চাপায় সুশীল হালদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বিকাল সোয়া ৪টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুশীল হালদার উপজেলার হাজরাপুর গ্রামের বাসিন্দা।স্থানীয়রা জানায়, বিকালে সুশীল হালদার ইছাখাদা বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঝিনাইদহের দিক থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন।