টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামে ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার ঘটনার মূলহোতা জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ রাত পৌনে ৯টায় ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৭ অক্টোবর ভোরে উপজেলার গোড়াই ইউনিয়নের দক্ষিন সোহাগপাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) ও তাঁর তিন মেয়ে মনিরা আক্তার (১৪), মীম আক্তার (১০) ও মলি আক্তার (৭)কে ঘরে পেট্রিাল ঢেলে আগুন দিয়ে হত্যা করে বখাটে জাহাঙ্গীর।ওই দিনই রাতে নিহত হাসনা বেগমের ভাই মোফাজ্জল হোসেন বাদি হয়ে জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করে ১০ জনের বিরুদ্ধে মির্জাপুর থানায় মামলা করেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এজাহাভূক্ত আবুল কাশেম ও নুর মোহাম্মদ নিপুসহ এ পর্যন্ত এই হত্যা মামলায় পুলিশ ও র্যাব ১৩জনকে গ্রেফতার করা হয়। কিন্তু মুল আসামী জাহাঙ্গীর থাকে ধরাছোয়ার বাইরে। পরে পুলিশ মুল আসামী জাহাঙ্গীরকে ধরতে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষনা করেন।
আজ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জাহাঙ্গীর বাড়ি-ঘরের খোঁজ খবর নিতে ছদ্মবেশে নিজ বাড়িতে আসতেছে। এমন খবর পেয়ে পুলিশ দীর্ঘ ৪৬ দিন পর মা-মেয়েসহ ৪ জন কে পুড়িয়ে মেরে ফেলার মুল আসামী জাহাঙ্গীরকে ধরতে সক্ষম হয়।