বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫ ০০:০০ টা

সন্ধ্যা নামলেই বসে ইয়াবার হাট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

সন্ধ্যা নামলেই বগুড়া শহরের রেলওয়ে কলোনী, স্টেশন, সেউজগাড়ী এলাকায় বসে ইয়াবার হাট। মরণঘাতি ইয়াবা কিনতে এখানে ভিড় করেন যুবক ও বয়স্করা। এছাড়া শহরের অভিজাত এলাকা, পাড়া-মহল্লায় ছদ্মবেশে ফেরি করে বিক্রি করা হচ্ছে ইয়াবা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায়ই অভিযান চালিয়ে ইয়াবাসহ ব্যবসায়ীদের আটক করলেও তাদের দৌরাত্ম্য থামছে না। তারা নানা কৌশল অবলম্বন করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সূত্রে জানা যায়, বগুড়া শহরের খান্দার, ফুলতলা, ফুলদিঘি, বনানী, ঠনঠনিয়া বাসস্ট্যান্ড, বাদুড়তলা, চেলোপাড়া, মালতিনগর, বড়গোলা, সেইজগাড়ী, সরকারি আজিজুল হক কলেজ রোড, চারমাথা, তিনমাথা, সূত্রাপুর, নামাজগড়, উপ-শহর, সুলতানগঞ্জপাড়া, কালিতলায় চলছে ইয়াবা ব্যবসা। গত রবিবার রাতে র‌্যাব সদস্যরা শহরের চকসূত্রাপুর থেকে সালমা ও রওশন আরা নামের দুই নারীকে প্রায় অর্ধকোটি টাকার ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করেন। র‌্যাবের পাশাপাশি পুলিশ, আর্মড পুলিশও বিভিন্ন সময় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধারসহ একাধিকজনকে গ্রেফতার করছে। তবুও থামছে না ইয়াবা ব্যবসা। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বহিরাগতরা এসে ইয়াবা ও মাদক বিক্রি করে যুব সমাজকে বিপথগামী করছে। নেশার টাকা যোগাতে অনেকে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে। মাদকের খবর পাওয়ামাত্র দ্রুত সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

সর্বশেষ খবর