বুধবার, ৪ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা
হবিগঞ্জে ট্রাক-কার সংঘর্ষ

শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার বাদী তাজুল নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

শেখ হাসিনার বিরুদ্ধে ওয়ান-ইলেভেনের সময় ৩ কোটি টাকা চাঁদাবাজির মামলার বাদী কাজী তাজুল ইসলাম ফারুক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার সকাল ৬টায় সবজিবোঝাই ট্রাকের সঙ্গে তার প্রাইভেট কারের সংঘর্ষে তিনি প্রাণ হারান। তার বয়স হয়েছিল ৬০। কাজী তাজুল ওয়েস্টমন্ট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। ওই সময়ই তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। দুর্ঘটনায় তার মৃত্যুতে স্থানীয় লোকেরা আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ওয়ান-ইলেভেনের পর কাজী তাজুল ইসলাম ফারুক হবিগঞ্জ সদর উপজেলার নুরপুরে গ্রামের বাড়িতে বসবাস করতেন। তার বাড়ির আশপাশে ব্যাপক শিল্পায়ন হওয়ায় বিভিন্ন কোম্পানির জমি কেনায় মধ্যস্থতা করতেন তিনি। প্রায়ই তিনি বিভিন্ন মাজারে রাত কাটাতেন। মঙ্গলবার ভোরে তিনি শাজহীবাজারে হজরত শাহজালাল (রহ.)-এর অন্যতম সঙ্গী শাহ সোলায়মান ফতেহগাজী (রহ.)-এর মাজার থেকে নিজের প্রাইভেট কার চালিয়ে বাড়ি ফিরছিলেন। নসরতপুরে পেছন থেকে আসা সিলেটগামী সবজিবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৮৩২০) প্রাইভেট কারকে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে কাজী তাজুল ইসলাম ফারুক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। পরে ঢাকা নেওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে তিনি ভৈরবে মারা যান। কাজী তাজুল ইসলামের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক আড়াই ঘণ্টা অবরোধ করে রাখে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সর্বশেষ খবর