নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন ছাত্রদল নেতা মীর হোসেন সাদ্দামের খুনিদের বিচার দাবিতে গতকাল মানববন্ধন করেছেন নিহতের পরিবার, এলাকাবাসী। গতকাল দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজগঞ্জ ইউনিয়নের বাসিন্দারা এই কর্মসূচির আয়োজন করেন। চলতি বছরের ২৬ এপ্রিল সদর উপজেলার দুর্গানগর গ্রামে পরিত্যক্ত সেফটিক ট্যাংক থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা করেন।