চলতি মৌসুমে ২০ নভেম্বর শুরু হয়েছে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ অভিযান। মূলধনের অভাব, শ্রমিকসংকট, বরাদ্দ বিভাজনে অনিয়মসহ নানাবিধ কারণে গাইবান্ধার সুন্দরগঞ্জের চাতাল ব্যবসা এখন বন্ধ। এ উপজেলায় ১২০টি চাতাল ছিল। এর প্রায় সবগুলো এখন বন্ধ। ৩৫টির তালিকা খাদ্য অফিসে থাকলেও সেগুলো চালু আছে কি না জানা নেই সংশ্লিষ্টদের। চলতি মৌসুমে চাল সংগ্রহের জন্য একটি অটোরাইস মিলই এখন ভরসা। এ সুযোগে ফায়দা লুটছেন কিছু মধ্যস্বত্বভোগী। উপজেলা খাদ্যনিয়ন্ত্রক অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে। উপজেলার সুন্দরগঞ্জ ও বামনডাঙ্গা খাদ্যগুদামে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ১১৬ মেট্রিক টন এবং ধান ২৯৭ মেট্রিক টন। সরকারিভাবে দাম নির্ধারণ হয়েছে চালের কেজি ৫০ এবং ধান ৩৪ টাকা। অভিযোগ রয়েছে, সরকারিভাবে অর্থ বরাদ্দ না থাকায় দিন দিন ব্যাংকে ঋণ বেড়ে যাওয়ায় অনেক চাতাল ব্যবসায়ী দেউলিয়া হয়ে গেছেন। ফলে হাসকিং চাতাল ব্যবসা এখন বন্ধ, জানান উপজেলা চাতাল মালিক সমিতি সভাপতি শাহাদৎ হোসেন আনন্দ। তারাপুর ইউনিয়নের হক চাল এবং নাজমা চালকল মালিক শামসুল হক বলেন, ১০ বছর ধরে তিনি কোনো বরাদ্দ পান না। ব্যবসা না থাকায় ব্যাংকে ঋণের পরিমাণ দিন দিন বাড়তে থাকে। সে কারণে চাতাল বন্ধ করে দিয়েছেন। অনেক চাতাল ব্যবসায়ীর সিসি ঋণ বন্ধ রয়েছে, জানান সোনালী ব্যাংক পিএলসি সুন্দরগঞ্জ শাখার ম্যানেজার আবদুল হাদী। তিনি বলেন, অনেক সিসি লোন গ্রাহক দীর্ঘদিন ধরে লেনদেন না করায় তাদের ঋণ খেলাপি হয়েছে। কারও কারও বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ