মায়ের সামনে ছেলে খুন
নারায়ণগঞ্জে পারিবারিক কলহের জের ধরে মায়ের সামনে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। গতকাল সন্ধ্যায় নগরীর খানপুর পোলস্টার ক্লাবের মাঠে ছোট ভাই কামালের দায়ের কোপে বড় ভাই জামাল (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জামাল পেশায় বাসচালক এবং খানপুরের শামসুল হকের ছেলে। ঘটনার পর ছোট ভাই কামাল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। কামাল মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন মা আলীমুননেছা। আলীমুননেছা আরও বলেন, ঘটনার সময় আশপাশে অনেক লোকজন থাকলেও কেউ দুই ভাইকে নিভৃত করতে এগিয়ে আসেনি। দুই ছেলের সঙ্গে তিনি একা পেরে ওঠেননি। লোকজন এগিয়ে এলে হয়তো এ ঘটনা ঘটত না। নারায়ণগঞ্জ প্রতিনিধি
শীতলক্ষ্যার পশ্চিমপাড়ে উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ে অবৈধ দখলকৃত জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুর থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ উচ্ছেদ অভিযান শুরু করে। বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
শ্রমিক সমাবেশ
নারায়ণগঞ্জে শহীদ আমজাদ হোসেন কামাল দিবস পালিত হয়েছে। গতকাল বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে দিবসটি পালনের জন্য গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট সমাবেশ করে। পরে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। ২০০৩ সালের এই দিনে বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে আন্দোলনরত অবস্থায় গার্মেন্ট শ্রমিক আমজাদ হোসেন কামাল নিহত হয়। এরপর থেকে প্রতি বছরই গার্মেন্ট শ্রমিকরা এ দিবসটি পালন করে আসছে। সমাবেশে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ।-নারায়ণগঞ্জ প্রতিনিধি
অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক
চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের আশতলাপাড়ার একটি বাড়ি থেকে সোমবার রাতে পুলিশ একটি সার্টারগান, তিনটি ইয়ারগান ও ইয়ারগানের বাটসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। আটক করা হয়েছে বাড়ির মালিক জহুরুল ইসলামকে। এ ঘটনায় জীবননগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তবে জহুরুল বলেছেন, তিনি একজন দক্ষ আগ্নেয়াস্ত্র মেরামতকারী। এলাকার বিভিন্ন জন তার কাছে ইয়ারগানসহ বিভিন্ন আগ্নেয়াস্ত্র মেরামত করতে দেন। তবে তার সরকার অনুমোদিত কোনো লাইসেন্স নেই। -চুয়াডাঙ্গা প্রতিনিধি
রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের আলমগীরের ছেলে কাইয়ুম (৫) ও মানিক হোসেনের ছেলে মনিরুল (৬)। পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানান, কাইয়ুম ও আরিফ দুপুরে বাড়ির কাছে ডোবার পাশে খেলছিল। একপর্যায়ে তারা ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করে। -সিরাজগঞ্জ প্রতিনিধি
শিক্ষার্থীদের জন্য বোট
রাঙামাটি কাপ্তাই হ্রদ সংলগ্ন ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬টি বোট ও লাইফ বয়া বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়া কেন্দেটি বোট ও লাইফ বয়া বিতরণ করা হয়। ইউনিসেফ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহায়তায় গতকাল বোটগুলো বিতরণ করা হয়। রাঙ্গামটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা নিজ কক্ষে ওই প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে বোটের চাবি তুলে দেন। -রাঙামাটি প্রতিনিধি
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        