শনিবার, ২১ মে, ২০১৬ ০০:০০ টা

জয়পুরহাটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু

জয়পুরহাট প্রতিনিধি

দক্ষিণ এশিয়া এবং এশিয়ার বাহিরে শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী সমাজ গড়ার লক্ষ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশের ছাত্র, সমাজকর্মী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিদের নিয়ে জয়পুরহাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার। গতকাল সকালে জয়পুরহাট ইনস্টিটিউট অব মাইনিং মিনারলজি অ্যান্ড মেটারলজির সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুর রহিম। এশিয়ান রিসোর্স ফাউন্ডেশনের মহাসচিব আবদুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক এসএম সোলাইমান আলী, জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোফাখখারুল ইসলাম ও পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন অপূর্ব সরকার। সেমিনারটি যৌথভাবে আয়োজন করেছে থাইল্যান্ড ভিত্তিক বেসরকারি সংস্থা এশিয়ান রিসোর্স ফাউন্ডেশন, জয়পুরহাটের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দুঃস্থ মানবতার সেবা সংস্থা ও  নমিজন আফতাবি ফাউন্ডেশন। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমারসহ ৬টি দেশের ৩০ জন বিদেশি নাগরিকসহ ৬০ জন  প্রতিনিধির  অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারটি আগামীকাল শেষ হবে।

সর্বশেষ খবর