বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

নরসিংদীতে ৬ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে তিতাস গ্যাস অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল সকাল থেকে বিকাল পর্যন্ত শিবপুর উপজেলার কারারচর এলাকায় এই সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। নরসিংদী তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয় কেন্দে  ব্যবস্থাপক তওহিদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় শিবপুর উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খাতুন কেয়ারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক পুলিশ পুরো এলাকা ঘিরে রাখে। তিতাসের নরসিংদী আঞ্চলিক বিক্রয় কেন্দে র ডেপুটি ম্যানেজার প্রকৌশলী তাইফুর রহমানের নেতৃত্বে একটি কারিগরী দল মাটি খুঁড়ে প্রায় ১ হাজার ৮০০ ফিট ২ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ উদ্ধার করে। খুব নিম্নমানের লোহার পাইপ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হবার সম্ভাবনা ছিল বলে জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি।

শ্রীপুরে ৩৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  : শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গতকাল গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার ৩৫ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সংযোগগুলো অবৈধ।

সর্বশেষ খবর