মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬ ০০:০০ টা

বরগুনায় বেড়িবাঁধ ভেঙে ২৫ গ্রাম প্লাবিত

বরগুনা প্রতিনিধি

টানা বর্ষণ ও জোয়ারের প্রভাবে বরগুনায় নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের মানুষ। একদিকে সাগর ও নদীতে জোয়ারে পানি বৃদ্ধি, অন্যদিকে ভারি বৃষ্টিপাত। এ কারণে বরগুনার পাথরঘাটা উপজেলার জিনতলা এলাকার নতুন করে বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে ৫ গ্রাম। এ ছাড়াও জেলার বিভিন্ন স্থানে ভাঙা বেড়িবাঁধ ও নিম্নাঞ্চলের প্রায় ২৫ গ্রাম তলিয়ে গেছে । প্লাবিত হয়েছে সদর উপজেলার বালিয়াতলী, নিশানবাড়িয়া, নলটোনা, ডালভাঙ্গা, পাথরঘাটা উপজেলার জিনতলা, রুহিতা, বাদুরতলা, কোড়ালিয়া, নিজ লাঠিমারা, ছোট টেংরা, গাববাড়ীয়া, বেতাগী উপজেলার আলিয়াবাদ, ঝোপখালী, ভোলানাথপুর, জগাইখালী, কালিকাবাড়ী, গাবতলী, আলিয়াবাদ, জোয়ার করুনা, গ্রেমর্দন, তালতলীর খোটটার চর, নলবুনিয়ার চর, আশার চর, তেঁতুলবাড়ীয়া, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়াসহ বেশ কয়েকটি এলাকা। বরগুনার জেলা প্রশাসক ড. মুহা. বশিরুল আলম জানান, যেসব জায়গায় বেড়িবাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছে সে বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং তারা জরুরিভিত্তিতে ওইসব জায়গায় মেরামতের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর