শুক্রবার, ২২ জুলাই, ২০১৬ ০০:০০ টা

সেই হাতিটি এখন দুর্গম চরে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সেই হাতিটি এখন দুর্গম চরে

সিরাজগঞ্জের চরে আসামের হাতি

ভারতের আসাম রাজ্যের শিশুমারা পাহাড়ি এলাকা থেকে আসা বন্য হাতিটি এখন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চল মনসুরনগর ইউনিয়নের ছিন্নার চরে ঘুরে বেড়াচ্ছে। বগুড়া ও জামালপুর সীমান্ত হয়ে গত বুধবার বিকালে ভেসে এসে ছিন্নার চরের একটি পাট খেতে অবস্থান নেয় এটি। গতকাল বিকাল পর্যন্ত হাতিটি ছিন্নার চরেই ঘোরাফেরা করছিল। হাতিটি চরাঞ্চলের বন-কলা গাছ ও জমিতে লাগানো আউশ ধানসহ নানা খাবার খাচ্ছে। ফসলি জমি নষ্ট করায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাজশাহী বিভাগের বন ও পশু কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, পাঁচ টনের অধিক ওজনের হাতিটিকে সরানোর মতো যোগাযোগ ব্যবস্থা নেই। তাছাড়া হাতিটিকে অজ্ঞান করা হলেও এক থেকে দেড় ঘণ্টার মধ্যে আবারও জ্ঞান ফিরে আসবে। এত কম সময়ে হাতি সরানো সম্ভব নয়। দিনে একবারের বেশি অজ্ঞান করা হলে এটি মারা যাবে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষসহ তাদের বনবিভাগকে জানানো হয়েছে। কাজিপুর থানার ওসি জানান, সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ খবর