ভেঙেপড়া সেতু মেরামত না হওয়ায় চার মাস ধরে বিচ্ছিন্ন রাঙামাটি-বড়ইছড়ি-রাজস্থলী-বান্দরবান সড়ক যোগাযোগ। দীর্ঘ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়ক ব্যবহারকারী সাধরাণ মানুষ। স্থানীয়দের পক্ষ থেকে সেতুটি পুনঃনির্মাণের দাবি উঠলেও কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জানা যায়, ১৪ এপ্রিল পণ্যবাহী ট্রাক রাঙামাটি থেকে রাজস্থলী যাওয়ার সময় রাঙামাটি-বান্দরবান সড়কের ঘাগড়ার তালুকদারপাড়া বেইলি সেতুটি ভেঙে দেবে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও তারপর থেকে পাহাড়ি অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। এ অবস্থায় চার মাস পার হলেও সেতুটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেননি। ফলে রাঙামাটি থেকে বান্দরবান, বড়ইছড়ি, রাজস্থলী, কাপ্তাই এবং বান্দরবান ও রাঙামাটির যোগাযোগ বন্ধ রয়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। রোগী নিয়ে পড়তে হচ্ছে বেকায়দায়। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, রাঙামাটি-ঘাগড়া-বড়ইছড়ি-কাপ্তাই-চন্দ্রঘোনা-রাজস্থলী-বাঙালহালিয়া ভায়া বান্দরবান সড়কটির নির্মাণ, মেরামত ও সংস্কারের দায়িত্ব সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি)। তাই সেতুটি পুনঃনির্মাণের কাজ করেনি সড়ক ও জনপথ বিভাগ। এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন-১৯ (ইসিবি)-এর কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল মো. তানভির হোসেন জানান, ভেঙে পড়া সেতুটি মেরামতের উপযোগী নেই। বিকল্প ব্রিজ নির্মাণ করতে হবে। এর জন্য তাদের কাছে পর্যাপ্ত তহবিল নেই। কিন্তু সড়ক বিভাগ চাইলে অল্প সময়ের মধ্যে কাজটি করতে পারে। তার জন্য লিখিতভাবে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, রাঙামাটির কিছু সড়ক মেরামত ও পুনঃনির্মাণের দায়িত্ব তাদের কাছে ন্যস্ত করা হয়েছিল। কিন্তু সে প্রকল্প ২০১৫ সালের জুন মাসেই শেষ হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আতিক উল্লাহ ভূইয়া জানান, রাঙামাটি শহরের ১০ কি.মি. কাউখালী সংযোগ সড়ক ও বিএনএল সড়ক ছাড়া বাকি সড়কগুলো ইসিবির হাতে ন্যস্ত ছিল। তাই তারা বান্দরবান-কাপ্তাই-রাঙামাটি-বড়ইছড়ি-রাজস্থলী সড়কের কাজটি করতে পারেননি। সমপ্রতি ওই সড়ক সংস্কারে জন্য মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে টেন্ডার আহ্বান করা হবে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
রাঙামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ ৪ মাস বিচ্ছিন্ন
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর