ভেঙেপড়া সেতু মেরামত না হওয়ায় চার মাস ধরে বিচ্ছিন্ন রাঙামাটি-বড়ইছড়ি-রাজস্থলী-বান্দরবান সড়ক যোগাযোগ। দীর্ঘ সময় সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই সড়ক ব্যবহারকারী সাধরাণ মানুষ। স্থানীয়দের পক্ষ থেকে সেতুটি পুনঃনির্মাণের দাবি উঠলেও কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জানা যায়, ১৪ এপ্রিল পণ্যবাহী ট্রাক রাঙামাটি থেকে রাজস্থলী যাওয়ার সময় রাঙামাটি-বান্দরবান সড়কের ঘাগড়ার তালুকদারপাড়া বেইলি সেতুটি ভেঙে দেবে যায়। এতে কোনো প্রাণহানি না ঘটলেও তারপর থেকে পাহাড়ি অঞ্চলের মানুষের চরম দুর্ভোগ হচ্ছে। এ অবস্থায় চার মাস পার হলেও সেতুটি মেরামতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেননি। ফলে রাঙামাটি থেকে বান্দরবান, বড়ইছড়ি, রাজস্থলী, কাপ্তাই এবং বান্দরবান ও রাঙামাটির যোগাযোগ বন্ধ রয়েছে। সবচেয়ে বিপদে পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। রোগী নিয়ে পড়তে হচ্ছে বেকায়দায়। রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, রাঙামাটি-ঘাগড়া-বড়ইছড়ি-কাপ্তাই-চন্দ্রঘোনা-রাজস্থলী-বাঙালহালিয়া ভায়া বান্দরবান সড়কটির নির্মাণ, মেরামত ও সংস্কারের দায়িত্ব সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি)। তাই সেতুটি পুনঃনির্মাণের কাজ করেনি সড়ক ও জনপথ বিভাগ। এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন-১৯ (ইসিবি)-এর কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল মো. তানভির হোসেন জানান, ভেঙে পড়া সেতুটি মেরামতের উপযোগী নেই। বিকল্প ব্রিজ নির্মাণ করতে হবে। এর জন্য তাদের কাছে পর্যাপ্ত তহবিল নেই। কিন্তু সড়ক বিভাগ চাইলে অল্প সময়ের মধ্যে কাজটি করতে পারে। তার জন্য লিখিতভাবে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, রাঙামাটির কিছু সড়ক মেরামত ও পুনঃনির্মাণের দায়িত্ব তাদের কাছে ন্যস্ত করা হয়েছিল। কিন্তু সে প্রকল্প ২০১৫ সালের জুন মাসেই শেষ হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আতিক উল্লাহ ভূইয়া জানান, রাঙামাটি শহরের ১০ কি.মি. কাউখালী সংযোগ সড়ক ও বিএনএল সড়ক ছাড়া বাকি সড়কগুলো ইসিবির হাতে ন্যস্ত ছিল। তাই তারা বান্দরবান-কাপ্তাই-রাঙামাটি-বড়ইছড়ি-রাজস্থলী সড়কের কাজটি করতে পারেননি। সমপ্রতি ওই সড়ক সংস্কারে জন্য মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। শীঘ্রই এ বিষয়ে টেন্ডার আহ্বান করা হবে।
শিরোনাম
- চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৬১ জেলে
- জুলাই-আগস্টের ৭ মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির
- নির্বাচন সুষ্ঠু হলে আমাদের সম্মান বাড়বে: চবি উপাচার্য
- খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে স্থায়ীভাবে অপসারণ
- সূচকের পতনে পুঁজিবাজারে চলছে লেনদেন
- নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার
- মিরপুরের অগ্নিকাণ্ডে এখনো নিখোঁজ ১৩ জন
- ৩৬ বছরের প্রতীক্ষার অবসান, চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
- ঝালকাঠিতে জলাতঙ্কে যুবকের মৃত্যু
- কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- চট্টগ্রাম বন্দরে নতুন ট্যারিফ আজ থেকে, ক্ষুব্ধ ব্যবসায়ীরা
- ঋণখেলাপির ভুল তালিকা : নিরপরাধদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রকৃতরা ধরাছোঁয়ার বাইরে
- বিবিসিতে তারেক রহমানের সাক্ষাৎকার : দূরদৃষ্টির অনন্য দৃষ্টান্ত
- ‘অপমান থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম’
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত