গাজীপুরের কালীগঞ্জে শক্রতার জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এক ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে। এরপর অপর এক গৃহবধূর সঙ্গে একত্রে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর স্ত্রী তাসলিমা ও ভগ্নিপতি মুক্তাজুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন সরকারের ছেলে মহসিন সরকার পিকআপভ্যান চালানোর পাশাপাশি আড়ৎ থেকে কঁচাামাল কিনে বিভিন্ন বাজারে পাইকারী বিক্রির ব্যবসা করেন। গত শনিবার সন্ধ্যায় বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মহসিন বাড়ি ফিরছিলেন। পথে ব্রাহ্মণগাঁও মাদরাসা সংলগ্ন রাস্তা থেকে স্থানীয় কয়েক প্রভাবশালী ব্যক্তি পূর্ব শক্রতার জের ধরে তাকে তুলে নিয়ে যায়। তারা কৌশলে মহসিনকে ওই গ্রামের আলী হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে ফেলে তারা। এ সময় ওই প্রভাবশালীরা আলী হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী মজিদা বেগমকেও মারধর করে। পরে তারা মহসিন ও মজিদার পায়ে এক সঙ্গে শিকল বেঁধে ঘরের ভিতর আটকে দরজায় তালা লাগিয়ে দেয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। রবিবার স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপির এক নারী সদস্য লোকজন নিয়ে বাধা এবং হুমকি দেন। এ সময় তারা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালান। এ ব্যাপারে স্থানীয় বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক বলেন, মজিদার বিরুদ্ধে পূর্বের আরও অভিযোগ রয়েছে। তবে তাদের নির্মমভাবে নির্যাতন করে পায়ে শিকল বেঁধে মাথার চুল কেটে ফেলা একটি অমানবিক কাজ। এটি করা ঠিক হয়নি। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ