গাজীপুরের কালীগঞ্জে শক্রতার জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এক ব্যবসায়ীকে রাস্তা থেকে তুলে নিয়ে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দিয়েছে। এরপর অপর এক গৃহবধূর সঙ্গে একত্রে শিকলে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ব্যবসায়ীর স্ত্রী তাসলিমা ও ভগ্নিপতি মুক্তাজুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মৃত রিয়াজ উদ্দিন সরকারের ছেলে মহসিন সরকার পিকআপভ্যান চালানোর পাশাপাশি আড়ৎ থেকে কঁচাামাল কিনে বিভিন্ন বাজারে পাইকারী বিক্রির ব্যবসা করেন। গত শনিবার সন্ধ্যায় বক্তারপুর ইউনিয়নের বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের কাছ থেকে পাওনা টাকা আদায় করে মহসিন বাড়ি ফিরছিলেন। পথে ব্রাহ্মণগাঁও মাদরাসা সংলগ্ন রাস্তা থেকে স্থানীয় কয়েক প্রভাবশালী ব্যক্তি পূর্ব শক্রতার জের ধরে তাকে তুলে নিয়ে যায়। তারা কৌশলে মহসিনকে ওই গ্রামের আলী হোসেনের বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধর ও মাথার চুল কেটে ফেলে তারা। এ সময় ওই প্রভাবশালীরা আলী হোসেনের স্ত্রী তিন সন্তানের জননী মজিদা বেগমকেও মারধর করে। পরে তারা মহসিন ও মজিদার পায়ে এক সঙ্গে শিকল বেঁধে ঘরের ভিতর আটকে দরজায় তালা লাগিয়ে দেয়। এদিকে এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমান। রবিবার স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থলে গেলে স্থানীয় ইউপির এক নারী সদস্য লোকজন নিয়ে বাধা এবং হুমকি দেন। এ সময় তারা ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের চেষ্টা চালান। এ ব্যাপারে স্থানীয় বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান ফারুক বলেন, মজিদার বিরুদ্ধে পূর্বের আরও অভিযোগ রয়েছে। তবে তাদের নির্মমভাবে নির্যাতন করে পায়ে শিকল বেঁধে মাথার চুল কেটে ফেলা একটি অমানবিক কাজ। এটি করা ঠিক হয়নি। কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত