বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

যশোরে লরিচাপায় দুই স্কুলছাত্র নিহত

বিভিন্ন স্থানে আরও ১০

প্রতিদিন ডেস্ক

যশোরে লরিচাপায় দুই স্কুলছাত্র প্রাণ হারিয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, নীলফামারী, বাহ্মণবাড়িয়া, সিলেট, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও ১০ জন। সোমবার রাত ও মঙ্গলবার দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর— যশোর : মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় সাকিল ও হিমেল নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় আবু সাইদ নামে অপর এক স্কুলছাত্র গুরুতর আহত হয়। নিহত হিমেলের বাবা যশোর সদর উপজেলার চাউলিয়া গ্রামের আব্দুল্লাহ শেখ জানান, তার ছেলে হিমেল, জিরাট গ্রামের লুত্ফর রহমানের ছেলে সাকিল ও কচুয়া গ্রামের রফিক মিয়ার ছেলে আবু সাইদ রূপদিয়া ওয়েলফেয়ার স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। বেলা সোয়া একটার দিকে তারা তিনজন মোটরসাইকেলে যশোর শহরের দিকে আসছিল। পথে পদ্মবিলা এলাকায় যশোর ট্রেডিংয়ের সামনে একটি ট্যাংকলরি তাদের চাপা দেয়। সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব দেলুয়ায় ব্রিজের রেলিং ভেঙে চিনি বোঝাই ট্রাক নদীতে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকের চালক আব্বাস আলী ও সহকারী সোহাগ। নীলফামারী : নৈশ কোচের ধাক্কায় আফজাল হোসেন ও ধরণী কান্ত রায় নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। তারা দুজনই উত্তরা ইপিজেডে কর্মরত ছিলেন। আহত হয়েছেন বিশ্বনাথ রায় নামে অপর এক শ্রমিক। গতকাল সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কে জেলা সদরের দাড়োয়ানি টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাইসাইকেলে ইপিজেডে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা বিপরীতমুখী পঞ্চগড়ের দেবীগঞ্জগামী শাকিল-দ্রুতি পরিবহনের একটি নৈশকোচ ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। নিহতরা হলেন— সরাইল উপজেলা সূর্য্যকান্দি গ্রামের মুসলিম লস্কর, শহরতলীর সুহিলপুরের মিরহাটি এলাকার আরিফ। সিলেটে : ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় জুয়েলারি ব্যবসায়ী পরিমল দেবনাথ মধু নিহত হয়েছেন। নিহত পরিমল উপজেলার ডাকঘর সড়ক এলাকার পুলেন্দ  দেবনাথের ছেলে। চুয়াডাঙ্গা : সদর উপজেলার ছয় মাইল নামক স্থানে ওভারটেক করতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। এতে ট্রাক চালকের সহকারী সাগর হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকে থাকা ৮ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। কিশোরগঞ্জ : ভৈরবে মাইক্রোবাসের চাপায় মোয়াজ্জেম হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মাহবুব হোসেনের ছেলে। কুষ্টিয়া : কুষ্টিয়ায় গরুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সিদ্দিকুর রহমান নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সর্বশেষ খবর