শিরোনাম
রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

বগা ফেরিঘাটে নৈরাজ্য

বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে চলছে নৈরাজ্য। ফেরি পারাপারের ক্ষেত্রে বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ ছাড়াও ফেরিঘাটে বিনা কারণে কালক্ষেপণ করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, চলতি বছর বগা ফেরিঘাট ইজারা নিয়েছেন হাজেরা অ্যান্ড সন্স নামের একটি প্রতিষ্ঠান। নিয়ম-নীতি উপেক্ষা করে ওই প্রতিষ্ঠান থেকে পুনরায় ফেরিঘাট সাবলিজ দেওয়া হয়েছে। কামাল ও সাইফুল নামের স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি বগা ফেরিঘাট সাবলিজ নিয়ে জোরজবরদস্তি করে বিভিন্ন যানবাহন থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। বগা ফেরিঘাটের একাধিক মোটরসাইকেল আরোহী অভিযোগ করে বলেন, ফেরি পারাপারের ক্ষেত্রে প্রতিটি মোটরসাইকেলের ভাড়া পাঁচ টাকা নির্ধারণ করা থাকলেও এখানে ১২ টাকা আদায় করা হয়। কেউ প্রতিবাদ করলে তাকে অপমান অপদস্ত করা হয়। শাহীন নামের এক মোটরসাইকেল আরোহী বলেন, বগা ফেরিঘাট বাউফল ও দশমিনা উপজেলায় প্রবেশের প্রধান পথ। প্রতিদিন দুই উপজেলার অসংখ্য যানবাহন বগা ফেরি পারাপার হয়ে গন্তব্যে যায়। প্রতিনিয়ত বগা ফেরিঘাটে এভাবে হয়রানি বন্ধের দাবি জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর