দিনাজপুরের ফুলবাড়ী এবং বাগেরহাটের মোরেলগঞ্জে সরকার ঘোষিত ১০ টাকা কেজি দরে চাল কেনা থেকে বঞ্চিত হয়েছেন ১১ হাজারেরও বেশি পরিবার। এতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন হতদরিদ্র এসব পরিবারের সদস্যরা। এর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বজনপ্রীতি, অদক্ষতা ও অবহেলাকে দায়ী করেছেন ভুক্তভোগীরা। প্রতিনিধিদের পাঠানো খবর— দিনাজপুর : সরকারের বিশেষ কর্মসূচির আওতায় সারা দেশে ১০ টাকা দরে চাল বিক্রি শুরু হলেও সে সুবিধা পাননি ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির এক হাজার ২০০ দরিদ্র পরিবার। উপজেলা খাদ্য কর্মকর্তা বলছেন, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান যথাসময় উপকারভোগীদের তালিকা সরবরাহ না করায় কার্ড দেওয়া সম্ভাব হয়নি। ইউপি চেয়ারম্যানের ভাষ্য, তালিকা গত ২৮ আগস্ট জমা দিলেও সেপ্টেম্বরে চাল পাননি দরিদ্র পরিবারগুলো। শিবনগর ইউপির হতদরিদ্র ছাত্তার, ইয়াছিন অভিযোগ করে বলেন, ‘১ হাজার ২০০ পরিবারের বরাদ্দ থাকলেও ইউপি চেয়ারম্যান পাঁচ হাজার লোকের ছবি তুলেছেন। ছবি তোলা বাবদ প্রত্যেকের কাছ থেকে নিয়েছেন ৩০-৫০ টাকা।’ ফুলবাড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, ২৮ আগস্ট তালিকা দিলেও তাতে উপকারভোগীর ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ছিল না। ইউএনও জানান, বারবার চেয়ারম্যানকে অনুরোধ করা সত্ত্বেও যথাসময় তালিকা জমা দেননি। এদিকে ১০ টাকা দরে চাল বিতরণ কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে হাজার হাজার দরিদ্র বঞ্চিত মানুষ গতকাল মিছিল নিয়ে খানসামা ইউএনও অফিস ঘেরাও করেন। মোরেলগঞ্জ : বাগেরহাটের মোরেলগঞ্জের ১০ হাজার হতদরিদ্র পরিবার সেপ্টেম্বর মাসে ১০ কেজি টাকা দরে চাল ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। উপজেলা খাদ্য কর্মকর্তা বলেন, ‘অনেক ইউনিয়ন থেকে যথাসময় তালিকা দেওয়া হয়নি। ইউপি চেয়ারম্যান রাজ্জাক মজুমদার, শাহচান মিয়া, জাহাঙ্গীর আলম জানান, খাদ্যগুদামে চাল না থাকায় তারা চাল সংগ্রহ করতে পারেননি। জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে সুবিধাভোগী ২৬ হাজার ৪৫৪ জন। এর মধ্যে ছয়টি ইউনিয়নের ৯ হাজার ৮৮৯ জন এই চাল কিনতে পারেননি। ইউনিয়নগুলো হচ্ছে— পঞ্চকরণ, পুটিখালী, দৈবজ্ঞহাটি, চিংড়াখালী, বহরবুনিয়া ও জিউধরা। অভিযোগ আছে, এই ছয় ইউনিয়নের চেয়ারম্যান, ডিলার ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ডিলার নিয়োগ থেকেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। ফলে সময়মতো কাগজপত্র জমা দিতে পারেননি।
শিরোনাম
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
১০ টাকা দরে চাল ক্রয় থেকে বঞ্চিত ১১ হাজার পরিবার
ফুলবাড়ী ও মোরেলগঞ্জ
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর