শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নিম্নমানের লুঙ্গিতে নামি ব্র্যান্ডের লেভেল লাগিয়ে প্রতারণা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে নিম্নমানের সুতা দিয়ে তৈরি লুঙ্গিতে নামিদামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বিক্রি করা হচ্ছে। এতে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি সিরাজগঞ্জে সিআইডির অভিযানে নকল লেবেলযুক্ত লুঙ্গি ও লেবেলসহ দুজনকে আটকের পর সিরাজগঞ্জ ও শেরপুর জেলার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ, বেশি লাভের আশায় একটি চক্র দীর্ঘদিন নিম্নমানের কাপড়ে নামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে বাজারে বিক্রি করছে। কিছু অসাধু বস্ত্র ও তাঁত ব্যবসায়ীর যোগসাজশে তারা এ অপকর্মে জড়িয়ে পড়েছে। এমন চক্রের দুই সদস্য সম্প্রতি ধরা পড়ে সিআইডির জালে। তারা হলো— শেরপুর জেলার জননী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী দুলাল সাহা ও তাঁত ব্যবসায়ী সিরাজগঞ্জের সেলিম বাবু। দুলালের ভাই চন্দনও এ অপকর্মের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সেলিম। চন্দন ও দুলাল সাহার যৌথ মালিকানায় শেরপুর শহরে রয়েছে স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান ‘জননী বস্ত্রালয়’। এ সুনামের আড়ালে তারা দীর্ঘদিন নকল লুঙ্গিসহ শাড়ি ও কাটাই কাপড়ের ব্যবসা করে আসছেন। শাহ লুঙ্গির মালিক পক্ষের প্রতিনিধি এবং কোম্পানির নকল প্রতিরোধ কর্মকর্তা (প্রশাসন) আমিন মোহাম্মদ সোহরাব তাদের বিরুদ্ধে মামলাও করেছেন।

সর্বশেষ খবর