শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দুর্যোগ মোকাবিলায় যশোরে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, যশোর

ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, সে ব্যাপারে হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন মাগুরার ৪০ শিক্ষক-শিক্ষার্থী। ইউএনডিপির অর্থায়নে, স্কাউটসের সহযোগিতায় এবং মাগুরা জেলা রোভারের পরিচালনায় এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে যশোরের পুলেরহাট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া চারদিনের এ প্রশিক্ষণ কর্মসূচি শেষ হবে কাল রবিবার। আয়োজকরা জানান, প্রশিক্ষণগ্রহণকারীদের মধ্যে স্কুল ও কলেজের ৩২ জন শিক্ষার্থী এবং প্রাইমারি, হাইস্কুল ও কলেজের ৮ জন শিক্ষক রয়েছেন। প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিচ্ছেন স্কাউটস-এর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম। প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগ মোকাবিলার নানা উপকরণও দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর