সোমবার, ২১ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

বাস উল্টে এনজিওকর্তা নিহত, আহত ২০

প্রতিদিন ডেস্ক

কুষ্টিয়ায় বাস উল্টে এনজিও কর্মকর্তা নিহত ও ২০ জন আহত হয়েছেন। এছাড়া কিশোরগঞ্জ ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুষ্টিয়া : জেলার বৃত্তিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ফয়জুর রহমান নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের  ২০ যাত্রী। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়জুর ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন কর্মকর্তা হিসেবে কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাগুরা জেলায়। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ : করিমগঞ্জে অটোরিকশা উল্টে মেহেদী হাসান জীবন নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছেন। জীবন মুসলিম পাড়া গ্রামের শেখ সাদীর ছেলে। গতকাল বিকালে অটোরিকশায় করে বাড়ি থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন মেহেদী। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। দিনাজপুর : দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের লক্ষ্মীতলায় গতকাল ট্রাকের ধাক্কায় নয়ন চন্দ  বিষু নামে এক বাইসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। বিষু সদর উপজেলার পাঁচকুড় এলাকার শিবেন চন্দে র ছেলে।

সর্বশেষ খবর