পার্বত্যাঞ্চলে চাঁদাবাজদের কারণে উন্নয়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলেন, পার্বত্যাঞ্চলের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি। বড় থেকে নিম্নমানের পর্যন্ত সব ব্যবসায়ীকে চাঁদা দিয়ে ব্যবসা করতে হচ্ছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না পর্যটকরাও। আশঙ্কা করা হচ্ছে আগামীতে স্থানীয় ঘরবাড়িতে বসবাসকারীদেরও চাঁদা দিয়ে থাকতে হবে। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ব্যবসায়ীরা সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। গতকাল সকাল ১১ টায় রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ উদ্যোগ আয়োজিত বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব অভিযোগ করেন। রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া বেলালের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সিনিয়র সভাপতি শাহ আলম, চেম্বারের পরিচালক ইকবাল উদ্দিন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও চেম্বারের পরিচালক নিখিল কুমার চাকমা, পরিচালক মো. নিজাম উদ্দীন, অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ মামুন, মো. মনিরুজ্জামান, মহোসেন রানা, মো. ইউসুফ ও ঊষা মং প্রমুখ। রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো. বেলায়েত হোসেন ভূইয়া বেলাল বলেন, ব্যবসায়ীদের জন্য রাঙামাটি অপার সম্ভাবনাময় একটি স্থান। এ অঞ্চলের সবজি চাষ, মৎস্য উৎপাদনের জন্য বিখ্যাত হলেও সংরক্ষণের অভাবে সে সম্ভাবনাকে কাজে লাগানো যাচ্ছে না। বিশেষ করে হিমাগারের অভাবে অন্যান্য জেলার চেয়ে পিছিয়ে আছে এ অঞ্চলের ব্যবসায়ীরা। তিনি বলেন, পার্বত্যাঞ্চলে কাঠের ফার্নিচার বাংলাদেশে জনপ্রিয়তা লাভ করেছে অনেক আগে। কিন্তু এ অঞ্চলের কাঠ বা ফার্নিচার ব্যবসায়ীরা জিম্মি হয়ে আছে চাঁদাবাজদের কাছে। ঠিকাদার সমিতিও একই সমস্যা মাথায় নিয়ে ব্যবসা করছে। চাঁদাবাজদের কারণে কোনো ব্যবসা প্রতিষ্ঠান মাথাছাড়া দিয়ে উঠতে পারছে না। তাই উন্নয়নও হচ্ছে না এ অঞ্চলের। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলে সাধারণ মানুষ অবৈধ অস্ত্রধারী চাঁদাবাজদের প্রতিরোধ করতে সরকারের কাছে দাবি জানিয়ে আসলেও তার কোনো প্রতিকার হয়নি। বরং এ সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন নামধারী সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে চিঠি দিয়ে চাঁদা চাই। তাদের প্রতিহত করতে হলে ধর্ম-বর্ণ জাতি ও সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এ আগে রাঙামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র সংশোধনী অনুমোদন করা হয়। এছাড়া চেম্বারের বার্ষিক আয় ও ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
পার্বত্যাঞ্চলে চাঁদাবাজদের কারণে উন্নয়ন হচ্ছে না
ব্যবসায়ীদের অভিযোগ
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর