গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ভূইয়া পাড়া নামক স্থানে গতকাল ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার হরিদাসপুর গ্রামে। পুলিশ জানায়, গার্মেন্ট শ্রমিক হাসিব মোল্যা ঢাকা থেকে বাসার আসবাবপত্র নিয়ে ট্রাকে গ্রামের বাড়ি গোপালগঞ্জের হরিদাসপুরে আসছিলেন। ঘটনাস্থলে একটি রডবোঝাই দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিছন থেকে ধাক্কা লাগে তাদের বহনকারী ট্রাকের। এতে ট্রাকের সামনে বসে থাকা মা রুবি বেগম (২৮) ও ছেলে রিফাত (৬) ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত হন হাসিব। রংপুরে চালকের দুই সহকারী : নিজস্ব প্রতিবেদক-রংপুর জানান, গতকাল ভোরে মিঠাপুকুর উপজেলায় ট্রাকের ওপর থেকে রাস্তায় ছিটকে পড়ে চালকের দুই সহকারী নিহত হয়েছেন। তারা হলেন— শাহজাহান আলী ও লেমন মিয়া।