শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

ঝরে পড়া শিশুদের ঈর্ষণীয় সফলতা

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

দরিদ্রতার কারণে যেসব শিশু স্কুল ত্যাগ করতে বাধ্য হয়েছিল, যারা পড়ালেখা বাদ দিয়ে বাবার সঙ্গে কৃষিকাজে জড়িয়ে পড়েছিল কিংবা যারা পড়ালেখা ছেড়ে দিয়েছিল তাদের বিভিন্ন সুবিধা দিয়ে পড়ালেখায় ফিরিয়ে আনা হয়েছে। আর এ অসাধ্য কাজটি করেছেন ফরিদপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম (বিএফএফ) এর কর্ণধার আ ন ম ফজলুল হাদী সাব্বির। ফজলুল হাদী সাব্বিরের ঐকান্তিক প্রচেষ্টা আর কঠোর মনিটরিংয়ের কারণে স্কুল থেকে ঝরে পড়া শিশুরা এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য পেয়েছে। বিএফএফের বাস্তবায়িত উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ১৮১ জন ছাত্রছাত্রী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে পরীক্ষায় অংশ নেওয়া সবাই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। জানা গেছে, ফরিদপুরের নদীভাঙন কবলিত এলাকার বেশির ভাগ শিশু স্কুলে ভর্তি হলেও বেশিদূর পড়ালেখা চালিয়ে যেতে পারে না। এর অন্যতম কারণ দরিদ্রতা। ফলে অনেকেই স্কুল থেকে ঝরে পড়ে। এসব ঝরে পড়া শিশুদের নানা সুযোগ-সুবিধা দিয়ে উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখার সুযোগ করে দেন বিএফএফের পরিচালক ফজলুল হাদী সাব্বির।

সর্বশেষ খবর