সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

১০ কোটি টাকা মানহানি মামলা মুক্তিযোদ্ধার

নালিতাবাড়ী প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাহাব উদ্দিনকে ‘আত্মসমর্পণকারী’ হিসেবে অভিযোগ করায় অভিযোগকারী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান মুকুলের বিরুদ্ধে মামলা হয়েছে। শেরপুরে নালিতাবাড়ীর আমলী আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে গতকাল মানহানির মামলাটি করেন অপর মুক্তিযোদ্ধা আবদুল বারী। আদালত সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর নালিতাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোস্তাফিজুর রহমানসহ ১৪ জন মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিনকে আত্মসমর্পণকারী মুক্তিযোদ্ধা উল্লেখ করে যাচাই-বাছাই কমিটি থেকে নাম বাদ দিতে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দেন। ২৬ জানুয়ারি মন্ত্রাণালয় থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রতিনিধি হিসেবে সাহাব উদ্দিনের স্থলে ডেপুটি কমান্ডার আবদুস সালামের নাম সংযুক্ত করা হয়। আবদুস সালাম পদ নিতে অস্বীকৃতি জানিয়ে ইউএনওর কাছে লিখিত দেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আবদুল বারী রবিবার আমলী আদালতে অভিযোগকারীকে বিবাদী করে সম্মানহানির অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোমিনুন্নেসা খানম বাদীর জবানবন্দি গ্রহণ শেষে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে সমন জারি করেছেন।

সর্বশেষ খবর