শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দেশবন্ধুর উৎপাদন বন্ধ বেকার ৭০০ শ্রমিক

নরসিংদী প্রতিনিধি

ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের বিখ্যাত রিফাইন্ড সুগার উৎপাদন প্রতিষ্ঠান নরসিংদী জেলার পলাশ উপজেলায় দেশবন্ধু সুগার মিলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। মঙ্গলবার সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০০ মেট্রিক টন রিফাইন্ড চিনিসহ ফিনিস সুগার, গার্ডার মেশিন, কনভেয়ার, মর্টার, সুগার এলিবেটর, স্ক্রু কনবেয়ার ও সুগারবিন পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এদিকে প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ায় ৭০০ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। মালিক পক্ষের হিসাব অনুযায়ী প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা উপরে। নতুন করে মেশিনাদি ক্রয় ও বড় ধরনের মেরামত কাজ ছাড়া কারখানাটি চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছেন মালিক পক্ষ। কারখানার এজিএম ওয়াহেদুজ্জামান আহম্মেদ জানিয়েছেন অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, সার্বিক ক্ষয়ক্ষতি এবং কারখানার মেশিনপত্র মেরামতসহ কারখানাটি চালু করার প্রস্তাবনা তৈরির জন্য জিএম (টেকনিক্যাল) প্রকৌশলী রেজাউল করিমকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন প্রকৌশলী মাহতাব উদ্দীন ও উপ-মহা ব্যবস্থাপক প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

সর্বশেষ খবর