শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
অজ্ঞাত রোগে আক্রান্ত

মৃত্যুর দিন গুনছে দুই ভাই

আমতলী প্রতিনিধি

মৃত্যুর দিন গুনছে অজ্ঞাত রোগে আক্রান্ত বরগুনা জেলার আমতলীর শিপন তালুকদার (১৫) ও তার ছোট ভাই সোলায়মান তালুকদার (৮)। এ রোগের পূর্ব লক্ষণ— হাত-পা শুকিয়ে অচল হয়ে পড়ে। ফকু তালুকদারের দুই ছেলে অজ্ঞাত এ রোগে মারা গেছে।

জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ী গ্রামের ফকু তালুকদার ২৫ বছর আগে খুশি বেগমের সঙ্গে বিয়ে হয়। দুই বছর যেতে না যেতেই তাদের কোলজুড়ে আসে এক ছেলে সন্তান। ওর বয়স যখন আট বছর তখন তার শরীরে পরিবর্তন দেখা দেয়। তার  দুই পায়ের হাঁটু মোটা হয়ে আস্তে আস্তে হাত পা শুকিয়ে পঙ্গু হয়ে যায়। স্বপন নামে ওই শিশুর চিকিৎসা করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। স্বপন ৯ বছর অচল অবস্থায় বিছানায় পড়ে থেকে মারা যায়।

একইভাবে স্বপনের ছোট ভাই রিপন গত বছর নভেম্বরে মারা গেছে। বর্তমানে ফকু তালুকদারের দুই পুত্র শিপন ও সোলায়মান মৃত্যুর প্রহর গুনছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর