শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এক পলক

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল পাহাড়ে মাটি কাটতে গিয়ে চাপা পড়ে মালু মিয়া (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় হোসাইন (২৪) নামে অপর শ্রমিক আহত হয়েছেন। নিহত মালু কসবা উপজেলার বায়েক ইউনিয়নের সস্তাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে।

—ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফায়ার সার্ভিস কর্মীকে মারধর

নেত্রকোনা পৌর শহরের মালনী পাটপট্টি এলাকায় ভোররাতে অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ দুটি মুদি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভাতে গেলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ফায়ার ওয়ার ইনসপেক্টর নির্মল চন্দ  দাসকে প্রহার করে। তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নেত্রকোনা ফায়ার স্টেশনের উপ-পরিচালক প্রাণনাথ সাহা জানান, নিয়ম মতোই অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ করছিল। এর মধ্যেই স্থানীয়রা এই কাণ্ডটি ঘটায়। এটা অত্যন্ত দুঃখজনক।

—নেত্রকোনা প্রতিনিধি

কারাগারে কয়েদির মৃত্যু

সিরাজগঞ্জ জেলা কারাগারে রেজাউল করিম (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল বিকালে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। রেজাউল সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ার  বৈদ্যনাথ গ্রামের বাসিন্দা। —সিরাজগঞ্জ প্রতিনিধি

পুকুর ও জলাধার দখলমুক্ত করার দাবি

পটুয়াখালী শহরের পুকুরসহ জলাধার রক্ষা এবং তা দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। এসডিও পুকুর পাড়ে গতকাল এ কর্মসূচি পালিত হয়। পটুয়াখালী প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। মানববন্ধনে কে এম এনায়েত হোসেন, মুফতি সালাহউদ্দিন, আবদুল মোতালেব মোল্লা, স.ম দেলোয়ার হোসেন দিলীপ, মানস দত্ত, অ্যাডভোকেট আনোয়ার পারভেজ বক্তব্য রাখেন। —পটুয়াখালী প্রতিনিধি

ঝুটের গুদামে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঝুটের দুটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ঝুটসহ বিভিন্ন মালামাল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার অপূর্ব বল ও স্থানীয়রা জানান, কালিয়াকৈরের চন্দ টর গুদামে শুক্রবার সকালে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের মো. রফিকের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই দু’গুদামের মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাবে জানা যায় নি।

—গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর