পুনর্মিলনী
মাগুরা আদর্শ কলেজের ৩৫ বছরে পদার্পণ ও পুনর্মিলনী উপলক্ষে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা, উন্মুক্ত আড্ডা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, শিক্ষাবিদ খান জিয়াউল হক, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস।
—মাগুরা প্রতিনিধি
বিনামূল্যে চক্ষু চিকিৎসা
ময়মনসিংহের ফুলবাড়িয়া বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। লায়ন ক্লাব অব ঢাকা মিডটাউনের উদ্যোগে ফুলবাড়িয়ার আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. এমএ আজিজ। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চক্ষু চিকিৎসা সেবার পৃষ্ঠপোষক কাস্টমসের জয়েন্ট কমিশনার ড. মোহাম্মদ তাজুল ইসলাম। ক্যাম্পে প্রায় ১০ হাজার রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হবে। —ময়মনসিংহ প্রতিনিধি
মোড়ক উন্মোচন
সিরাজগঞ্জের শাহজাদপুরের কবি আলহাজ হেদায়েত আলী বাশুড়ীর কাব্যগ্রন্থ ‘রহমাতুল্লিল আলামিন’র মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার জামিরতা ডিগ্রি কলেজ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যক্ষ হায়দার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য মোহাম্মদ আবদুল জলিল, উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল, কবি-সাহিত্যিক গবেষক খ.ম আসাদ, প্রভাষক সাহেব আলী, কবি হাসান রেজা মোহন, সৈয়দ শুকুর মাহমুদ ও ইনসাফ আলী। —সিরাজগঞ্জ প্রতিনিধি