সোমবার, ১২ জুন, ২০১৭ ০০:০০ টা

গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে সমিতি উধাও

মেহেরপুর প্রতিনিধি

‘জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি’ নামে একটি বেসরকারি সংস্থা অধিক মুনাফার প্রলোভন দিয়ে মেহেরপুরের ৮০০ গ্রাহকের কাছ থেকে দুই কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। সমিতির কর্মকর্তারা ছয় মাস আগে অফিস বন্ধ করে উধাও হয়ে গেছেন। গ্রাহকরা আমানতের টাকা ফেরত পাওয়ার আশায় প্রতিদিন তালবদ্ধ অফিসের সমনে ভিড় করছেন। জানা যায়, মেহেরপুর সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে প্রতিষ্ঠানটি ২০০৯ সালে কার্যক্রম শুরু করে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই চালু করে এফডিআর, ডিপিএসসহ বিভিন্ন স্কিম। বেশি মুনাফার লোভ দেখিয়ে আস্থা অর্জন করে গ্রাহকদের। জনতা সঞ্চয় ও ঋণদান সমিতির ব্যবস্থাপক লাল চাঁদ মুঠোফোনে জানান, সমিতিতে গ্রাহকের প্রায় দুই কোটি টাকা আমানত আছে। বিপরীতে অনাদায়ী ঋণ আছে মাত্র ১২ লাখ। বাকি টাকা মালিকপক্ষ সমবায় অফিসের সঙ্গে আঁতাত করে ২০১১ সাল থেকে সরিয়ে নিয়েছে। জেলা সমবায় অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, জনতা সঞ্চয় ঋণদান সমিতির বিরুদ্ধে দুই সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।

সর্বশেষ খবর