তিন জেলায় সংঘর্ষে ৫৯ জন আহত হয়েছেন। ফরিদপুর প্রতিনিধি জানান, সালথায় অধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বসত-ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত উপজেলার ভাওয়াল ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে শনিবার বিকেলে সালথা বাজারে ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব মাতুব্বরের সমর্থক জাহিদ মাতুব্বরের সঙ্গে মোফাজ্জেল মাতুব্বর ওরফে মোকা হাজীর সমর্থক এসকেন্দারের বাকবিতান্ডা হয়। এর জেরে দুই পক্ষ কয়েক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। নড়াইল : এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) রাত ৮টার দিকে সরোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, নড়াইলের সারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলম ও খোকন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার রাত ৮টার দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি ও লাঠি নিয়ে সংঘর্ষ হয়। দাউদকান্দি : কুমিল্লার দাউদকান্দির স্থানীয় রামায়েতকান্দিতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ফজলু শিকদার ও রাজা মেম্বারের পরিবারের মধ্যে গতকাল হামলা-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফজলু শিকদার পরিবারের ১০ পুরুষ ও নারী আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতরা হলেন আ. মান্নান, সাগর, কামরুল হাসান, তোফাজ্জল শিকদার, ফজলুল, আমেনা, আরমান। এ ঘটনায় মোস্তাক শিকদার বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় রাজা মিয়া, জামাল মিয়া, মালু বেপারি, মোশারফ বেপারিসহ ১০ জনকে আসামি করে মামলা করেন।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা