সোমবার, ৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

দেশীয় বীজ চান কৃষকরা

দিনাজপুর প্রতিনিধি

ফসল উৎপাদনে বিদেশি বীজ নয়, উন্নতমানের দেশীয় বীজের দাবিতে কৃষকরা দিনাজপুরে মানববন্ধন করেছে। গতকাল জেলার চিরিরবন্দর উপজেলার বেকীপুল নামক স্থানে কৃষকদের গড়ে তোলা দিঘন সিআইজি (ফসল) সমবায় সমিতির আয়োজনে এই মানববন্ধন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। বক্তারা বলেন, বিদেশি কোম্পানিগুলো কৃত্রিমভাবে উৎপাদন করছে হাইব্রিজ নামক চিকন ধানবীজ। এসব বীজ দ্বারা উৎপাদিত ফসল নিম্নমানের ও সুগন্ধিও নয়। কৃষকরা নানাবিধ সুবিধা মনে করে এসব বীজ ব্যবহার করলেও ফল তেমন পাচ্ছেন না। অধিকন্তু কাটারিভোগ, বাদশাভোগ, নানীয়াশাইল, কালিজিরাসহ সব ধরনের সুগন্ধি জাতের ধানগুলোর ঐতিহ্য হারিয়ে যাচ্ছে।

তাই সর্বস্তরের মানুষকে ঐতিহ্যবাহী দেশীয় ধানের প্রতি গুরুত্ব দিয়ে প্রতি ইউনিয়নে বীজ ব্যাংক তৈরির আহ্বান জানানো হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর