মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এক পলক

বেনাপোলে সোনাসহ পাসপোর্ট যাত্রী আটক

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে গতকাল ফের পৌনে সোয়া এক কেজি সোনার বারসহ সেলিম হাওলাদার নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা। আটক সেলিমের বাড়ি মুন্সীগঞ্জ জেলার টুংগীবাড়িতে।

—বেনাপোল  প্রতিনিধি

পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকায় পানিতে পড়ে বিজয় সরকার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বাড়ির পাশের একটি ডোবা থেকে গতকাল দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। বিজয় কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া এলাকার কমল সরকারের ছেলে। —কালিয়াকৈর প্রতিনিধি

জামালপুরে ত্রাণ বিতরণ

জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সংরক্ষিত আসনের মহিলা এমপি মেহজাবিন খালেদ বেবী। ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের বেড়কুশা গ্রামে বন্যাদুর্গত ৩ শতাধিক মানুষের মধ্যে শুকনো খাবার ও চাল বিতরণ করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে ছিলেন। ত্রাণ বিতরণকালে বেবী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট দূর করতে আওয়ামী লীগ সরকার সম্ভাব্য সবকিছু করবে। —জামালপুর প্রতিনিধি

বিষাক্ত বর্জ্যে মরছে মাছ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও এলাকার একটি কারখানার বিষাক্ত বর্জ্যে ২৫ বিঘার একটি খামারের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে গেছে। ওই কারখানার বিরুদ্ধে গতকাল ইউএনও, মত্স্য অধিদপ্তর, রূপগঞ্জ থানাসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত খামারী সাইফুল ইসলাম। উপজেলা মত্স্য কর্মকর্তা সমীর কুমার বসাক বলেন, মাছ মরে যাওয়ার বিষয়টির  সত্যতা পাওয়া গেছে। ইউএনও ফারহানা ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। —রূপগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর