বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সড়কে প্রাণ গেল ছয়জনের

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিক্ষার্থী রয়েছেন। প্রতিনিধিদের খবর— গাজীপুর : জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার ভোররাতে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই এর চালক সোহাগ (১৯) নিহত হন। এদিকে দুপুরে সিটি করপোরেশনের মৈরান ঝাঝর এলাকায় কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক সাংবাদিক নিহত হয়েছেন। তার নাম জয়নাল আবেদীন (৩২)। তিনি শেরপুরের শ্রীবর্দী থানার মকবুল হোসেনের ছেলে ও দৈনিক ভোরের চেতনার নির্বাহী সম্পাদক ছিলেন।

কুমিল্লা : সেনানিবাস এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়েছে। আসিফ বুড়িচং উপজেলার প্রবাসী জামাল হোসেনের ছেলে। নওগাঁ : মান্দা উপজেলার বেলালদহ নামক স্থানে অটোরিকশার ধাক্কায় গতকাল রোজিনা (১৩) নামে এক জেডিসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত রোজিনা উপজেলার চককানু গ্রামের আব্দুল কুদ্দুস মেয়ে। জামালপুর : জামালপুর-টাঙ্গাইল সড়কের বিনন্দেরপাড়ায় গতকাল ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মুকুল। সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুরে অটোরিকশার ধাক্কায় আহত স্কুলছাত্রী সানার মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেলে মঙ্গলবার মারা যায় সে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর