রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

স্বপ্নও পুড়ে গেল হামিদার!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী হামিদা আক্তার। ২০১৮ সালের ১১ জানুয়ারি পাথরঘাটা কলেজ থেকে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেওয়ার কথা। সবকিছু ঠিকঠাক চলছিল। পরীক্ষার প্রস্তুতিও প্রায় সম্পন্ন। পড়ালেখা শেষে শুক্রবার রাতে ঘুমিয়ে ছিলেন হামিদা। গভীর রাতে হঠাৎ ঘুম ভাঙলে দেখেন তাদের বসতঘর দাউ দাউ করে জ্বলছে। ঘরের সঙ্গে পুড়ে গেছে হামিদার স্বপ্নও! কারণ আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি তার কোনো বইখাতা। পুড়ে গেছে হামিদার ছোটবোন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আনোয়ারার বইও। ঘটনাটি ঘটে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামে। পাথরঘাটার ইউএনও গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামিদার মা নারী উদ্যোক্তা পাখি বেগম বলেন, ‘ঘরের কোনো মাল রক্ষা করা যায়নি। মোগো কপালতো পোড়ছেই পোড়ছে মোর মাইয়া দুইডারও। মাইয়া দুইডার বই কেনার টাহা নাই। ক্যামনে পরীক্ষা দেবে কইতে পারি না। আমাদের ধারণা শত্রুপক্ষরা ঘরে আগুন দিয়েছে’। হামিদা বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি ছিল ভালই। বই পুড়ে যাওয়ায় এ ক্ষতি কিভাবে কাটিয়ে উঠব ভাবতে পারছি না।

সর্বশেষ খবর