বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

গৃহবধূর চুল ভ্রু কাটার ঘটনায় শ্বশুর গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি

গৃহবধূর চুল ভ্রু কাটার

ঘটনায় শ্বশুর গ্রেফতার

নরসিংদীতে গৃহবধূর মাথার চুল ও ভ্রু কেটে দেওয়ার পর সিগারেটের আগুনে ঝলসে দেওয়ার ঘটনায় নির্যাতনের শিকার সুমির শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে গতকাল ভোররাতে তাকে গ্রেফতার করা হয়। রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। স্বজনরা জানান, বিয়ের কিছু দিন পর থেকে সুমির স্বামী কবির তাদের মেয়েকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। যৌতুক দিতে অস্বীকার করলেই তার ওপর নেমে আসে নির্যাতন। সম্প্রতি কবির ঘর নির্মাণের তিন লাখ টাকা চায়। সুমী রাজি না হওয়ায় গত শনিবার তাকে এলোপাতাড়ি মারপিট শুরু করে। পরে কাঁচি দিয়ে মাথার চুল, ভ্রু কেটে দেয়। এ সময় তার শ্বশুর হাসেমের হাতে থাকা সিগেরেট দিয়ে সুমির হাতে ছ্যাঁকা দেয়। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও দেবরের নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারান। খবর পেয়ে বাপের বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মঙ্গলবার পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করেন সুমি।

সর্বশেষ খবর