বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চলন্ত বাসে রুপা ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ল’ কলেজের শিক্ষার্থী রুপা খাতুনকে গণধর্ষণ ও ঘাড় মটকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপক্ষ মামলার বাদী আমিনুল ইসলামসহ ৯ জন সাক্ষীকে হাজির করলেও সময়ের স্বল্পতার কারণে আদালত গতকাল শুধু বাদীর সাক্ষ্য গ্রহণ করে। টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি একে এম নাসিমুল আক্তার জানান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়া বেলা ১১ টায় এজলাসে উঠে প্রথমেই এ চাঞ্চল্যকর মামলার বিচারিক কার্যক্রম শুরু করেন। প্রথমেই বাদী এসআই আমিনুল সাক্ষ্য দেন। ঢাকা থেকে আসা আসামি পক্ষের আইনজীবী দেলোয়ার হোসেন ও শামীম চৌধুরী সাড়ে তিন ঘণ্টা বাদীকে জেরা করেন। সময়ের স্বল্পতার কারণে বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়নি। আগামী রবি ও সোমবার আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হবে বলে আদালত সূত্র জানিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর