শিরোনাম
সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনার উন্নয়ন পরিকল্পনার অন্যতম হচ্ছে নদী খনন

------------ স্থানীয় সরকার মন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করেছে। এরমধ্যে অন্যতম হচ্ছে নদী খনন প্রকল্প। নদীগুলো নাব্যতা ফিরে পেলে একদিকে যেমন মৎস্য সম্পদ ও নৌ-পরিবহন সহজ হবে। অন্যদিকে পানি সম্পদ ব্যবহার করে আরও উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে।’ ফরিদপুরে কুমার নদ পুনঃখননের কাজ উদ্বোধন অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর কমডোর শেখ আরিফ মাহমুদ, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী একেএম ওয়াহেদউদ্দিন চৌধুরী, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন। অন্যদের মধ্যে বক্তৃতা করেন খন্দকার মোহতেশাম হোসেন বাবর, সুলতান মাহমুদ। উল্লেখ্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে কুমার নদের ১৩১ কিলোমিটার অংশ খনন করা হবে। ব্যয় ধরা হয়েছে ২৫০ কোটি ৮১ লাখ টাকা। বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে বেঙ্গল গ্রুপ এ খনন কাজ করবে।

সর্বশেষ খবর