রাজধানীর রামপুরায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে এক ব্যাটারিচালিত রিকশাচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম কবির হোসেন (৩২)।
ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৪টার দিকে, রামপুরা কুঞ্জবন এলাকার মনোয়ারা মসজিদের পাশের একটি দশতলা ভবনে।
নিহতের বড় ভাই আবুল হোসেন জানান, রাত ৩টার দিকে কবির গ্যারেজে গাড়ি বন্ধ করতে যান। এ সময় তাঁর কিছু বন্ধু ফোন দিয়ে ওই নির্মাণাধীন ভবনে যেতে বলেন। পরে সেখান থেকেই গুরুতর আহত অবস্থায় কবিরকে উদ্ধার করে তাঁর বন্ধু পলাশ সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবুল হোসেন আরও বলেন, ভবন থেকে পড়ে গেছে—এমন দাবি করে বন্ধুরাই কবিরের মৃত্যুর খবর তাঁকে জানান। তবে নিহতের শরীরে মাথার পেছনে, পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তাক্ত চিহ্ন ছিল বলে তিনি দাবি করেন। তিনি আরও জানান, তাঁর ভাই মাঝে মাঝে টুকটাক নেশা করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত পাল। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই বলেন, “নিহতের মাথার পেছনে ও পিঠে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। আমরা খবর পেয়েছিলাম, সে ভবন থেকে পড়ে গেছে। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত করে বলা যাবে।”
নিহত কবির হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের আলমগীর শিকদারের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর রামপুরা মোল্লাবাড়ি এলাকায় বসবাস করতেন। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
বিডি প্রতিদিন/আশিক