মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

সেপটিক ট্যাংকে নেমে দুই ভাইসহ তিনজনের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই ভাইসহ তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। টঙ্গীর সাতাইশ খরতৈল ব্যাংকপাড়া এলাকায় গতকাল বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রংপুর জেলার ফারুক হোসেন (২০), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আতিক (৩২) ও তার ভাই শাহীন (২৮)।

টঙ্গী দমকল বাহিনীর স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, নির্মাণ শ্রমিক ফারুক হোসেন সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য ভিতরে ঢুকেন। বিষাক্ত গ্যাসে সেখানেই তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। তাকে উদ্ধার করতে একে একে জ্ঞান হারান আতিক ও শাহীন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, ওই এলাকার ইউসুফ আলীর নির্মাণাধীন চার তলা ভবনের ট্যাঙ্কির ভেতরে জমে থাকা কাঠ-বাঁশ পঁচে পানিতে বিষক্রিয়ার সৃষ্টি হয়। ওই বিষাক্ত গ্যাসে নির্মাণ শ্রমিকদের মৃত্যু হয়েছে। তাদের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর