বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

তিতাস উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

কুমিল্লার তিতাস উপজেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করেছে প্রশাসন। গতকাল উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোহাম্মদ আলমগীর হোসেন। —কুমিল্লা প্রতিনিধি

মহাকাশ আইন সম্মেলনে ইবি শিক্ষক

মহাকাশ আইনের ওপর জাতিসংঘ কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাশিয়ার মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রতিনিধি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন অংশগ্রহণ করেছেন। —ইবি প্রতিনিধি

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি

সুনামগঞ্জে ঘূর্ণিঝড়ে একটি গ্রামের শতাধিক কাঁচা-আধাপাকা ঘরবাড়ি ও একটি বাজারের দোকানপাট লণ্ডভণ্ড হয়ে গেছে। সুনামগঞ্জ সদর উপজেলার বেড়াজালি গ্রাম এবং ইসলামগঞ্জ বাজারের উপর দিয়ে গতকাল সকালে বয়ে যায় ঝড়। —সুনামগঞ্জ প্রতিনিধি

ভবন থেকে পড়ে প্রাণহানি

গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় নির্মাণাধীন ভবনের কাজ করতে গিয়ে গতকাল নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জুয়েলের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার মৃত আব্দুর রহমানের ছো্ট ছেলে। —টঙ্গী প্রতিনিধি

খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী এলাকা থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই এলাকার দুটি দোকান থেকে এসব চাল জব্দ করা হয়।

—টাঙ্গাইল প্রতিনিধি

দুই নেতা গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ হাফিজুর রহমানকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজু আহাম্মেদ নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

—প্রতিদিন ডেস্ক

সাপের কামড়ে দুই ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সাপের কামড়ে জায়েদ হাসান দিপু (৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার নারায়নপুর গ্রামে নিজ বাড়িতে সাপ তাকে কামড় দেয়। পরদিন দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিকে নাটোরের লালপুরে সাপের কামড়ে মেহেদী হাসান বাবু (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। —প্রতিদিন ডেস্ক

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর