বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্মাণ শেষ না হতেই ধসে পড়ল ছাদ

পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ভবন

শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা পল্লীবিদ্যুৎ সাবস্টেশন ভবনের নির্মাণ কাজ শেষ না হতেই ধসে পড়েছে দোতালার ছাদ। শেরপুর পল্লীবিদ্যুতের জিএম মাশরুল হক ছাদ ধসে পড়ার বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জানা যায়, ছয় মাস ধরে পল্লী বিদ্যুতায়ন প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ভবন নির্মাণের কাজ চলছে। কয়েকদিন আগে দোতলার ছাদ ঢালাই শেষ হয়। সোমবার স্থানীয় লোকজন গিয়ে দেখতে পান ছাদ ভেঙে পড়েছে। ভবনটির চারপাশে কাপড় টাঙিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কাজের তত্ত্বাবধায়ক পল্লী বিদ্যুতায়নের প্রকৌশলী আহাম্মদ আলী জানান, ছাদের অনুমতি না নিয়েই ছাদ তৈরি করা হয়েছে। কাজে পদ্ধতিগত ভুল হয়েছে। শর্ত অনুয়ায়ী কাজ বুঝিয়ে দেওয়ার পর ঠিকাদারকে বিল পরিশোধ করা হবে।

সর্বশেষ খবর