রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল ধনবাড়ী

টাঙ্গাইল প্রতিনিধি

ধর্ষণ চেষ্টার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইলের ধনবাড়ী। ধর্ষণের চেষ্টাকারীর বাড়িঘর ভাঙচুর এবং ভাঙচুরের ঘটনায় মামলা হওয়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মামলার পর গতকাল পুলিশ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। এলাকাবসীর মধ্যে বিরাজ করছে গ্রেফতার আতঙ্ক। ধনবাড়ী পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার পাইস্কা ইউনিয়নের শফিকুল ইসলাম গত সোমবার রাতে পাশের বাড়ির এক স্কুলছাত্রীকে ঘরে একা পেয়ে তুলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে শফিকুল তার পায়ের সেন্ডল ফেলে রেখে পালিয়ে যায়। ঘাটনা জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভ নিয়ে অভিযুক্ত শফিকুল ও তার বড় ভাইয়ের বাড়িঘর ভাঙচুর করে। ধর্ষণ চেষ্টার এ ঘটনায় ছাত্রী বুধবার শফিকুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অপরদিকে শফিকুল ও তার ভাইয়ের বাড়ি ভাঙচুরের অভিযোগে ৪০ জন গ্রামবাসী এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ধনবাড়ী থানার ওসি জানান, স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে এবং ধর্ষণ চেষ্টাকারীর বাড়িঘর ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত শফিকুল এবং বাড়িঘর ভাঙচুরের মামলায় মজনু ও সেজনুকে গ্রেফতার করা হয়েছে। নিরীহ কাউকে গ্রেফতার করা হবে না বলেও জানান তিনি।

সর্বশেষ খবর