রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এক পলক

বিশেষ অভিযানে গ্রেফতার ৬৫

কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ১৭টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে মাদক মামলার ১১ জন, নিয়মিত মামলায় ১১ জন এবং বাকিদের বাকিদের অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়। একটি সূত্র জানায়, গ্রেফতারদের অধিকাংশই বিএনপি-জামায়াতের কর্মী। —কুমিল্লা প্রতিনিধি

আ.লীগের বর্ধিত সভা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয়েছে। শনিবার সকালে চাঁদপুর ক্লাবে এই সভায় সভাপতিত্ব করেন নাছির উদ্দিন আহমেদ। আবু নঈম দুলাল পাটোওয়ারীর পরিচালনায় বক্তৃতা করেন, ড. মহীউদ্দীন খান আলমগীর, ডা. দীপু মনি, মেজর (অব.) রফিকুল ইসলাম, সুজিত রায় নন্দী। —চাঁদপুর প্রতিনিধি

পিঠা উৎসব

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গুঞ্জন পাঠাগারের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় পিঠা উৎসব- ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার সোহাতা গ্রামের গুঞ্জন পাঠাগারে এই অনুষ্ঠানে ১২৫ প্রকারের শীতের পিঠা প্রদর্শন করা হয়। রাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান শিক্ষক আবু মোছা। প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মাঈন উদ্দিন মাইনু। —ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শোকসভা

ফরিদপুরের মধুখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের মধুখালী উপজেলা এজেন্ট আকরাম খানের মৃত্যুতে শোকসভা হয়েছে। শনিবার বিকালে প্রেস ক্লাব চত্বরে সৈয়দ এটিএম মাসউদের সভাপতিত্বে এবং কাজল বসুর সঞ্চালনায় শোকসভায় বক্তৃতা করেন হাজী আব্দুল মালেক সিকদার, মনোজ সাহা প্রমুখ। —বোয়ালমারী প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর