নাটোর সুগার মিলের বয়েলিং সেকশনের চারটি ট্যাংক ধসে পড়ে গত রবিবার। এ কারণে পরদিন থেকে মিলে উৎপাদন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কৃর্তপক্ষ। উৎপাদন শুরুর মাত্র ১০ দিনের মাথায় চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নাটোর ও নলডাঙ্গা উপজেলার কয়েক হাজার আখচাষী। তাদের শত শত মণ কাটা আখ এখন কি করবেন এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। কল চালু থাকা অবস্থায় যে আখ ক্রয় কেন্দ্রে সরবারহ করেছেন তার টাকা এখনও হাতে পায়নি চাষীরা। এতে চিন্তা আরও বেড়ে গেছে। প্রায় ৫৬ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে গত ১৬ নভেম্বর ২০১৮-১৯ মৌসুমে আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছিল। সরেজমিনে গতকাল বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়মাঠে অবস্থিত আখ ক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, শত শত মণ আখ মাঠে পড়ে আছে। চাষীরা আখ ক্রয় কেন্দ্রে ভিড় করছেন। বুড়িরভাগ গ্রামের জুয়েল আলী জানান, তিনি এবার ৪১ বিঘা জমিতে আখ চাষ করেছেন। ইতোমধ্যে ৪০ গাড়ি আখ চিনিকলের ক্রয় কেন্দ্রে দিয়েছেন। কয়েকশ মণ আখ জমিতে কাটা রয়েছে। শাখাড়ীপাড়ার আখ চাষী তছির হাজি জানান, তার চার বিঘা জমির আখ নিয়ে এখন কি করবেন তা জানতে চিনিকলের আখ ক্রয় কেন্দ্রে এসেছেন। একই অভিযোগ করেন ক্রয়কেন্দ্রে আসা আরও কয়েকজন আখচাষী। নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, এ উপজেলায় এবার এক হাজার ৪২০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। চিনিকলের বুড়িরভাগ আখ ক্রয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন জানান, চাষীদের জমিতে যে সব আখ কাটা আছে শুধু সে সব আখ কেনার সিন্ধান্ত হয়েছে। এ সব আখ রাজশাহী সুগার মিলে পাঠানো হবে। নাটোর সুগার মিলের মহাব্যবস্থাপক মধাব চন্দ্র বলেন, ‘গত রবিবার চিনিকলের সিরাপ ট্যাংক ধসে পড়ায় সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ চিনিকল চালু হবে তা সুনিদিষ্ট করা বলা যাচ্ছে না।’ উল্লেখ্য, ২০১৮-১৯ মাড়াই মৌসুমে এক লাখ ৫৮ হাজার ১১৭ টন আখ মাড়াই করে ১২ হাজার ২২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নাটোর সুগার মিল।
শিরোনাম
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
বিপাকে হাজারো আখ চাষী
অনির্দিষ্টকালের জন্য বন্ধ নাটোর সুগার মিল
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর