সোমবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

এক পলক

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগরে গতকাল দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নলডাঙ্গা থানার ওসি জানান, শনিবার দিবাগত রাতের কোনো সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। জিআরপি পুলিশ রবিবার দুপুরে মরদেহ উদ্ধার করেছে। নিহতে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি।-নাটোর প্রতিনিধি 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় গতকাল এ চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। -দিনাজপুর প্রতিনিধি

দুজনের কারাদন্ড

ফরিদপুরের কুমার নদ থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় গতকাল দুজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- ড্রেজারমালিক রেজাউল শেখ (৪০) ও আবদুল কাদের শেখ (৫০)। এর মধ্যে রেজাউল শেখকে তিন মাসের এবং আবদুল কাদেরকে দেওয়া হয় ১৫ দিনের বিনাশ্রম কারাদ-।

-ফরিদপুর প্রতিনিধি

শতাধিক কলাগাছ কর্তন

পূর্বশত্রুতার জেরে ঝিনাইদহ সদর উপজেলায় আব্দুস সালাম নামে এক কৃষকের দুই শতাধিক কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান আব্দুস সালাম। এ ঘটনায় তিনি সদর থানার অভিযোগ করেছেন।-ঝিনাইদহ প্রতিনিধি

যুবককে কুপিয়ে জখম

কুমিল্লার দাউদকান্দিতে লোহার শিকলে বেঁধে যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। জানা যায়, উপজেলার সুন্দলপুর গ্রামে (পূর্বপাড়া) বসতবাড়ি ও জায়গাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সেলিমসহ অজ্ঞাত ব্যক্তিরা শাহিন (৩২) নামে ওই যুবককে পিটিয়ে-কুপিয়ে জখম করে। গত শুক্রবার রাতে এই ঘটনার পর এলাকাবাসী শনিবার সকালে থানা পুলিশকে খবর দিলে পুলিশ শাহিনকে উদ্ধার করে স্থানীয় গৌরীপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় ৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে।

-দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর