বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা
বুড়ি নদীতে নাব্য সংকট

নবীনগরের সঙ্গে সারা দেশের নৌচলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নবীনগরের সঙ্গে সারা দেশের নৌচলাচল বন্ধ

বুড়ি নদীতে আটকা নৌযান। ছবিটি গতকাল তোলা -বাংলাদেশ প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বুড়ি নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। এ অবস্থায় গতকাল সকাল থেকে সারা দেশের সঙ্গে নবীনগরের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন নদীপথের যাত্রীরা। লঞ্চ ঘাটে এসে দীর্ঘ সময় অপেক্ষা করে ফিরে গেছেন অনেকে। বেশি ভোগান্তির শিকার হয়েছেন রোগী ও তাদের স্বজনরা। জানা যায়, নবীনগর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়ি নদীর নাব্য কমে যাওয়ায় মঙ্গলবার সকালে একটি কাঠবোঝাই নৌকা নদীর মনোবাবুর ঘাটলা এলাকায় আটকে যায়। এর পর থেকে নবীনগর লঞ্চঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদীর উদ্দেশে কোনো যাত্রীবাহী লঞ্চ এবং মালবোঝাই কার্গোসহ অন্যান্য নৌ-যান ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীর পাশাপাশি দুর্ভোগে পড়েছেন পণ্য আমদানিকারক ও ব্যবসায়ীরা। শতাধিক যাত্রীকে লঞ্চের জন্য টার্মিনালে বসে থাকতে দেখা গেছে। ভুক্তভোগী ওই সব যাত্রী জানান, হঠাৎ লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় তারা আটকা পড়েছেন। কি করব বুঝতে পারছি না। লঞ্চচালক হানিফ ও কালাম জানান, নবীনগরের বুড়ি নদী দীর্ঘদিন খনন না করার কারণে এ অচলাবস্থা তৈরি হয়েছে। পানি কমে যাওয়ায় এ রুটে চলাচলকারী ২৭টি লঞ্চ বন্ধ রয়েছে।

সর্বশেষ খবর